প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:10 PM আপডেট: Sat, May 10, 2025 5:47 AM
মিয়ানমারে ৭ হাজারের বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমা
ইমরুল শাহেদ: মিয়ানমারে ৭ হাজার ১২ জন কারাবন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হচ্ছে। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভির বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা নেয় জান্তা সরকার। একইসঙ্গে অং সাং সু চি ও অন্যান্য কর্মকর্তাকে আটক করা হয়। এরপর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশে অস্থিরতা বিরাজ করছে।
ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দিবসটি উদযাপনের অংশ হিসেবে কিছু কারাবন্দিকে মুক্তি দিয়ে থাকে মিয়ানমারের সরকার।
৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী নেপিডোতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেন, ‘আমি কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশ, সংস্থা ও ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই যারা সব চাপ, সমালোচনা ও আক্রমণের মধ্যেও আমাদের সঙ্গে ইতিবাচকভাবে সহযোগিতা করেছেন।’
তিনি বলেন, আমরা চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা সীমান্ত স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করব।
এমআরটিভি জানায়, হত্যা, ধর্ষণ, বিস্ফোরক, অবৈধ সংগঠন, অস্ত্র, মাদক, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তরা এ সাধারণ ক্ষমতার আওতায় বিবেচ্য হবেন না। এ ছাড়া এর আওতায় কোনো রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হবে কি না- তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
